Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজারের-তালিকা

অনুসন্ধান করুন

# শিরোনাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
মহেশপুর বাজার

রায়পুরা বাজার হতে মহেশপুর ইউনিয়নে প্রবেশ পথে অত্র বাজারটি অবস্থিত।  মহেশপুর বাজার অতিক্রম করে সাপমারা রোডে নীলকুটি হাইওয়ে যাওয়া অত্যান্ত সহজ। 

মহেশপুর ও জয়নগর গ্রামের মধ্যবর্তী স্থানে এই বাজারটি অবস্থিত। মহেশপুর প্রাইমারী স্কুল ও মহেশপুর জামে মসজিদ বাজারের রাস্তার পাশে অবস্থিত।  এছাড়াও রয়েছে মেধাবিকাশ কিন্ডার গার্ডেন ও স্থানীয় ঐতিয্যবাহী ঈদগাঁহ মাঠ।

সাপমারা বাজার

নীলকুটি হাইওয়ে হইতে ৪ কিলোমিটার দূরে সাপমারা বাজার অবস্থিত। সাপমারা বাজার মহেশপুর ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিয্যবাহী বাজার। আলগী বাজার রাস্তা, গৌরিপুর বাজার রাস্তা ও রায়পুরা রাস্তার সহ নীলকুটি হাইওয়ে রাস্তার চৌর রাস্তার মোড় অর্থাৎ কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এই বাজারে রাস্তা হইতে দূরদূরান্তে যাতায়াত করা খুবই সহজ। এই বাজার রকমারী ধরনের কেনাকাটা করা যায়। যেমন ক্রেতার ভিড় থাকে তেমনি বিক্রেতাগণও ভিড় জমায় এই বাজারে। সকাল ৯ টা হতে সারাদিন ব্যাপি বাজারটি খোলা থাকে।



- সাপমারা বাজার হইতে আলগী রোডে যাওয়ার পথে মহেশপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে।

- সাপমারা বালুর মাঠ মার্কেট।


সাপমারা বাজার, রায়পুরা, নরসিংদী